ঝিঁঝিঁ পোকার শব্দ ঘনিয়ে এলে
সন্ধ্যা খুলেজায় ঝর্না খেলায়
শব্দ ঝরলে রান্না ঘর সরলিপিতে
পড়ে থাকে হলুদের কৌটো
পালকের দিন জাপন জুড়ে যায়
চায়ের পেয়ালায়। এক পসলা চিন্তা খেলে মেঝের ওপোর। শুকনো ফুলের ঘর কথায় কেউ না এলে বাঁশি বাজে বারান্দা বেলায়।
আর না আসা উপকথা হয়ে যায় টেবিলের
ফুলদানিতে। একটা লাইট পোষ্টের অনুভুতি ঘনায় সন্ধ্যা বেলার ঘড়ির কাঁটায়
দরজায় হাওয়া ধৌত শুন্য পর্দা
চেতনায় খোলা ব্রিজ হয়েযায়