আজ পূর্ণিমা তুমি চন্দ্রিমা দেখাও আলোর মায়া
নিঝঝুম রাত হাতে রাখো হাত মিশে যাক দুই কায়া।
ঐ শোনো দূরে চেনা সেই সুরে কে গাইছে গান
তারা ঢেকে যায় রাত কাটে হায় বেদনাবিধুর প্রাণ।
কাছে এসো প্রিয়া চঞ্চল হিয়া শরীরেতে মিশে যাও
মুছে যাক গ্লানি হে অভিমানী একবার ধরা দাও।