সবারইতো মা আছেন আমার কেন নেই --
এই প্রশ্ন আজও আমাকে যন্ত্রণা দেয় !


মা' পৃথিবীর সবচেয়ে সুন্দর মূর্তি
যিনি সববিপদ থেকে রক্ষা করেন,
ভুল করলে শক্ত হাতে শাসন করেন
আবার দুঃখ পেলে কাছেও টানেন,
কিন্তু এসবকিছুই আমার জন্য নয় --
লোকে বলে আমার জন্মের ঠিক নেই
আমি অচ্ছুত আমি অবৈধ জারজ-পুত্র,
সমাজে আমার পরিচয় আমি অপাংতেয় !


ঐ দেখ দূর্গা মা, তিনিই আমার মা --
তাকে দেখি নানা রূপে বছরে চারটি দিন
কোথাও খুব রাগী আবার কোথাও শান্ত !
প্রকৃতির পাঁচ রূপে তাকে পেয়েছি আমি
মেঘ সূর্য্য জ়ল মাটি আর এই পৃথিবী
সবকিছুর রক্ষাময়ী শান্তিময়ী মা দূর্গা,
আমিতো এই পৃথিবীর নগন্য এক প্রাণ
তবে দূর্গা মা’ই আমার মা, আমাদের সবার মা!
সংসারে রান্নাবান্না, ঘরের কাজ, বাইরের কাজ
এক কথায় বাড়ির ছোট-বড় সকলকে ভাল রাখতে
সে শুধু একমাত্র মা'ই পারেন দশ হাতে আগলাতে
তাইতো আমার মায়ের দশ হাতে দশ অস্ত্র!


এবার শরৎ নিয়ে এল মায়ের অরূপ রূপ
গনেশ আর কার্ত্তিক পাশে থাকব আমি চুপ,
তা যদি না পারো রেখ আমায় পায়ের নীচে
অসুর পুত্র তোমার থাকব আমি অসুর পিছে,
তোমার কোলে শান্তি পাবো, পাবো চির ঠাঁই
দশমীর ঐ জলে মা'য়ের কোল চাই-ই-চাই!