আমি কোথাও নেই,
ছবিতে, বালিতে, জোছনায়।
নিদেন পক্ষে হেঁয়ালিতে!
তাও আমি নেই।


আমি কারো কাছে নেই,
আমি কারো কাছে নই।


এখানে প্রতিটি নিঃশ্বাস গুনে রাখা,
আকাশটা নামেই শুধু,
বৃন্ত, গুল্ম কুঁড়ি সব লজ্জাবতীর মতো।
কোনো ভৃগু নেই, কিরো নেই,
কেউ জানে না ভাগ্যরেখা।


হাহাকারে নীরবতা,
জীবন যাপন,
হয়েছে প্যারাসাইটের মতন।
তবু নিষ্ফল চেষ্টার কর্মফল খোঁজা।


এখানে ব্যত্যয় নেই, বিচ্যুতি নেই
তাই, আমি নেই,
কোথাও নেই।