ছাড়া পেয়ে বন্দি পাখি যদি উড়ে যায়
তবে ভালোবাসার খাঁচাটা শুধু পড়ে রয়
খাঁচা ততক্ষনই মূল্যবান
যতক্ষণ ভালোবেসে জ্ঞানের প্রাণ থাকে বিদ্যমান
অচিনপুরের অচিনপাখি
আমি যে ভালোবেসে চিনতে না জানি
বাড়ি গাড়ি নারী বিলাসিতায় জীবন কাটে যার
ভেবে দেখো একবারও জ্ঞানের প্রতি ভালোবাসা এসেছে কী তার
ঘর ছাড়া দেহ মোর নিরাপদ নয়
তাইতো ভালোবেসে ঘর বাঁধতে যে হয়
সঙ্গে কেহ যাবে না
ভালোবেসে পাপ পুণ্য তোমায় ছাড়বে না


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা