ভালোবেসে চিত্তবিনোদন সাধিত হয়
নাকি বিনোদনসামগ্রী মাত্রই ভালোবাসা কয়
বিদ্যা প্রদানমূল্যে বিক্রীত হয়
না কী ক্রয় ছাড়াও ভালোবেসে বিদ্যা অর্জন হয়
জাতি বড় না গুণ বড় -ভালোবেসে যদি কেউ এ প্রশ্ন করে
মেনে আর মানিয়ে নিতে কজন পারে
ভালোবেসে অতি বিনম্রতা শয়তানের লক্ষণ
আবার নম্রতাবিহীন মানুষও পশুর সমান
দেশকে ভালোবেসে তার রক্ষার দায়িত্ব কার থাকে
ক্ষমতাসীন দল না বিরোধী দল না উভয়ে
জ্ঞানকে ভালোবেসে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রযুক্তি এগিয়ে যাবে
আর মানুষের কর্মসংস্থান ধীরে ধীরে লোপ পাবে
মানুষ জ্ঞানকে ভালোবেসে উন্নত প্রযুক্তি চাইবে
সাথে সাথে এক শ্রেণীর মানুষ অনিশ্চয়তা নিয়ে জীবন কাটাবে
জ্ঞানকে ভাল না বেসে যারা করে দুর্নীতি
তারা বলে এটাই আমার নীতি।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা