ভালোবেসে কিতাব খুলে লেখো
৭১ সাল দিয়ে গেছে আমায় সেই আলো
বর্তমানে হয়েছে যার আধুনিককরণ
নাম তার ওপেন বুক এগজামিনেশন
নিন্দুকেরা বলে এসব কী আর নতুন কথা
পুরোনোই নতুন মোড়কে দিচ্ছে হাওয়া
যথাযথ আশীর্বাদী হাত যদি থাকে মাথায়
তবে আমার ভাবনার কোন প্রয়োজন হয়
বইয়ের বিদ্যা সম্পর্কে ধারণা না থাকলে
বই খুলে লেখা যায় না টুকলি করে
টুকলি করাও এক বিদ্যা
যে পারে না সে করে তার নিন্দা
ওপেন বুক  এগজামিনেশনে পাওয়া যায় কে কত দক্ষ
সেই দক্ষতা অনুযায়ী সে পেতে পারে তার যথার্থ মূল্য
যথার্থ প্রশ্নের যথার্থ উত্তর খুঁজে বের করা
অদক্ষ ছাত্র-ছাত্রীর পক্ষে থাকে না সেই সম্ভাবনাও
প্রয়োজনে শিক্ষকদের নিতে হবে নতুন করে প্রশিক্ষণ
যেন টুকলিতে ছাত্র ছাত্রী দেখাতে  পারে যে ভীষণ দক্ষতা তারা করেছে অর্জন
বর্তমান ব্যবস্থাটি অপরিবর্তিত থাকলে হবে যে পরিমান ক্ষতি
আর নতুন ব্যবস্থাপনায়  তার মাত্রা কম না বেশি?



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা