কবিতাকে কেন এত ভয়
নিস্প্রাণ বর্ণে তবে কী সত্যিই প্রাণের স্পন্দন ধ্বনিত হয়?
কবিতার শক্তিটা ঠিক কোথায়
আমার মতো অ-কবিরা তা ঠাহর করতে অপারগ নিশ্চয়
কবিতার ছন্দে পাই খুঁজে আনন্দ
আবার ছন্দহীন কবিতারও আছে দ্বন্দ্বের ছন্দ
ছন্দে থাকে সুর, সুরে থাকে ভাব, ভাব থাকে মনে
কথার সেই ভাবকে সুরে মাখিয়ে মনকে দাও রাঙিয়ে
হৃদয়ের মর্মে মর্মে প্রবেশ করে সুরের যে ছন্দ
শক্তি জাগিয়ে শক্তি জুগিয়ে সেই মন তবেই হয় তৃপ্ত
সহজে ধরা দেয় না যেসব কবিতা
ঘুরপথে রহস্যময়তা নিয়ে আসে অথচ সরাসরি বলে না না বলা কথা
বর্ণের শক্তি ধরতে পারে যদি কবি
জুতসই উপমায়ই হয় তার সঞ্চয় শক্তি
হাজার রকম বৈষম্য ছন্দে দেয় যারা গুঁড়িয়ে
সাম্যের জয়গানে বর্ণ তখন উঠে জেগে
নান্দনিক চেতনাকে জাগ্রত করে যে ছন্দ
সেই চেতনাকে নিয়ে অচেতনদের ভয় যত
সত্য যে সুন্দর সততা তার প্রমান
তবে সেই সুন্দর সত্যকে কেন এত  ভয় পান
মনুষ্যত্বই যে সত্য, প্রকৃতি ধরে সেই সুন্দর তত্ত্ব
এমন সৌন্দর্যবোধের নির্মাণ, কবিতার ছন্দই তার প্রমান।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা