সত্য জানার অধিকার সকলের রয়েছে
শাস্ত্র থেকে সুস্থ গণতন্ত্র একথা কে না জানে
সত্যানুসন্ধানে হয় যারা তৎপর
তারা কী সাংবাদিক না সত্যান্বেষী হিসেবে পায় সেই অধিকার
সঠিক খবর তুলে ধরাই যাদের কাজ
সেই খবরে আমার মাথায় পড়ে কেন বাজ
ক্ষমার অযোগ্য কাজ করে অপরাধীরা পার পেয়ে যায় যখন
আমার মুখের হাসি আর ধরে না তখন
গণতন্ত্রের দেহে একনায়কতন্ত্রের মুখোশ
সেই  মুখোশে টান পড়লে আমার থাকে না হুঁশ
দুর্নীতিকে আড়াল করে  মুখোশ পড়ে যারা
আমার কী সাধ্য আছে তাদের বিরুদ্ধে কলম ধরা
সত্যান্বেষী সাংবাদিকদের ওপর যদি নেমে আসে কষাঘাত
না পারি সত্যান্বেষী হতে না পারি করতে প্রতিবাদ
যে সব রুই কাতলার নির্দেশে এসব ঘটনা ঘটে
তিনি বা তারা কিন্তু থেকেই যান যবনিকার অন্তরালে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা