(১)
দুধ সাদা তাজমহল, যমুনার ধারে,
শাজাহান তার পানে চান বারে বারে ।
যত দেখেন তত তার মন কাঁদে ভাইরে,
কত খর্চা হয়ে গেল বাজেটের বাইরে ।


                     (২)


রাস্তার ওপারে ও আর এপারে সে দাঁড়িয়ে  ,
মাঝখানে গাড়ি গুলো চলেছে পথ মাড়িয়ে।
সিগনালের রক্ত চক্ষু , গাড়ি গেল থেমে ,
ও আর সে ধীরে ধীরে পথে এলো নেমে।


ও এগোলো পায়ে পায়ে , সেও এগোলো ধীরে ,
সবার এখন তাড়া হুড়ো, কেউ দেখেনা ফিরে।
সিগনালের সবুজ চোখ গাড়ি ছুটল আবার
এপারে ও ওপারে সে, আর কি আছে ভাবার ?