আমার একজন প্রিয় কবির প্রকাশিত কবিতার সংখ্যা বোধকরি এক।  নাম অগ্নিমিত্র ভট্টাচার্য।  পেশায় আমারই মত  ইঞ্জিনিয়ার। ইস্পাত তৈরীর আঁচে ওর কবিমন একটুও শুকিয়ে যায়নি , সেটা কথায় কথায় বারবার প্রকাশ পায়।  ওর বিশাখাপত্তনমের বাগানে অনেক গাছের সাথে একটি শিউলি ফুলের গাছ আর একটি কামিনী ফুলের গাছ পাশাপাশি দাড়িয়ে আছে। এক শরতের সকালে , অগ্নি বাগানে এসে দেখে , শিউলি গাছের তলে ফুল বিছানো রয়েছে , কিন্তু কামিনী গাছে তখনও ফুল লেগে রয়েছে, বুঝি ঝরে পড়ার অপেক্ষায়।
অগ্নির কবি মন গেয়ে ওঠে , " আলোক পরশে মরমে মরিয়া , হের গো শেফালী পড়িছে ঝরিয়া , কোনমতে আছে পরানো ধরিয়া কামিনী শিথিল সাজে। "
রবীন্দ্রনাথ কে আবার করে পাওয়া , এই  বোধ , এই মননই তো কবিতা , কাগজে না হয় নাই লেখা হলো।