এবারের শীতটা আমার বউদির বোনের মত ,
আঁচলের বাতাস , পারফিউমের হালকা সুবাস ,
চুড়ির টুং টাং, হাসি মাখা গানের কলি ,
সব আমার চারপাশে ঘুরে বেড়ায়, আমার  চেতনা ছূঁয়ে যায় ,
কিন্তু সে টা কেন ঘটলো না  , যা গল্প উপন্যাসে বার বার পড়েছি ?


মাঘ পেরোতে চললো, কিন্তু সোয়েটারের  নাপথালিনের গন্ধ
পারফিউমে ঢাকা পড়লো না,
চা চুমুক দিতে দিতেই জুড়িয়ে গেল না,
আগুন জ্বেলে আলু পোড়া খাওয়া হলো না।


আজ বৌদির বোনের বিয়ের কার্ডটা হাতে নিয়ে ভাবছি ,
এ শীতে গ্লিসারিন সাবানটা না কিনলেও চলত।