কি পাই আমরা কবিতা থেকে ? সুখের মুহুর্তে সাহচর্য , শোকের মুহুর্তে স্বান্তনা , পরাজিত মুহুর্তে সাহস। শুনেছি, অনুভব ও করেছি  , " যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে " অনেক হতাশার মুহুর্তে আমাকে , আরো অনেককে  সাহস যুগিয়েছে। সেই রকম কবিতার অপেক্ষায় আছি।  একটা কবিতা , যা কবির নিজের না থেকে সবার হয়ে উঠবে।