কিছুদিন আগে বাংলা দেশের বইমেলা হয়ে গেল কলকাতায়। প্রথমত কলকাতায় বইমেলা হলে যেমন ভীড় হয়, তেমনটা চোখে পড়ল না।  বাংলাদেশী কোনো কবিকে/ সাহিত্যিককে  বা লিটল ম্যাগাগিনের স্টল দেখব আশা করেছিলাম , হতাশ হলাম। বইয়ের দাম লেখা ছিল টাকায়, কিন্তু দাম নেওয়া হছিলো ভারতীয় রুপিয়ায়।  কথাটা আলোচনা প্রসঙ্গে , এক পাঠক প্রকাশকদের সামনে তুলে ধরলেও , তাঁরা প্রসঙ্গ টা এড়িয়ে গেলেন।  ২৫% ছাড়টা ধোঁকার টাটি হয়ে রইলো।