এ কার লেখা রূপকথা ?
রাজকন্যা নাকে মুখে দুটি গুঁজে
সকাল আটটার মধ্যেই অটোর লাইনে ,
রাজপুত্তুর , সদাগরপুত্তুরের কাছ থেকে দুশো টাকা ধার চাইছে ,
'মাস পরলেই দিয়ে দেব' বস ' বলে।
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী চিড়িয়াখানার খাঁচায় ,
লোকের ছুঁড়ে দেওয়া খাবার খুঁটছে।
পক্ষীরাজের ওপর শনিবার আর কেউ বাজি ধরে না।
সোনার কাঠি রূপোর কাঠি বেচে তো হাসপাতালের বিল মেটানো হলো
এর ওপর আবার অনিয়মের চূড়ান্ত
রাক্ষস খোক্কসগুলো পর্যন্ত হাঁউ মাউ খাউ না বলেই
আজকাল দিব্যি মানুষ চিবিয়ে খাচ্ছে !