আমি মাথায় যতটা বাড়ার ততটা বাড়লেও ,
চেহারায় ভাই ভাই ভাবটা গেল না।
মানে দিদিদের থুতনি ধরে আদর ,
মাথার চুল এলোমেলো করে দেওয়া
ওই পর্যন্তই।
ঋতুগুলো সব হাত ধরাধরি করে
'রিঙ্গা রিঙ্গা রোজেস' খেলতে খেলতে
বছর পর করতে থাকলো।
আর আমি শীত - বর্ষার মাঝে রেফারি হয়ে রইলাম।
ভালোলাগারা গায়ে ডিও ছিটিয়ে
ভালোবাসা হয়ে গেল,
আমি ভাই থেকে ভাইয়ায় প্রমোশন পেলাম।
জামাইবাবুরা একলা একলা কমলা লেবু
খেতে থাকলো , আর আমার সাথে হোলো
মিষ্টি গালাগালির সম্পর্ক।
আমার বন্ধুরা দিব্যি দেওর হয়ে
হাসির - আল্হাদের ভাগটা পেল।
আমি পেলাম দিদির চোখের জল।