এঁকেছি সুন্দর এক দেশ,
থাকব সেখানেতে তুমি আমি বেশ।
নদীর ধারে ছোট্টো কুটীর,
বিকালেও থাকবে শিশির,
সকালে পাখীদের গান,
আর রাতের স্বপ্নে প্রাণ।
তোমার সাথে সুদূর মাঠ পারি,
তোমার সাথে আবার ফেরা বাড়ি,
তোমার সাথেই নদীর থেকে জল,
তোমার সাথে রাতের তারা উজ্জ্বল,
তোমার সাথে খেলা লুকোচুরি,
মাঠে শুয়ে দেখা চাদের বাড়ি,
কখোনো বা মান অভিমান,
মুখের কোণে হাসির বান।


কখোনো এসো সময় করে না হয়
দেখাবো তোমায়-
মনের রাজ্য করেছি জয়।।