ইচ্ছা ছিল ,
আজকে তোমায় ছিঁড়ে ছিঁড়ে দেখব
অস্ত্র কোথায় ? কলম খুঁজে ।


যত লেখা চিঠি তোমার
ছিঁড়তে হয়েছিল শব্দ বিচ্ছেদ সঁইয়ে
ঠিক তেমন করে ,
টুকরো টুকরো কাগজে বাতাসে উড়াবো ।


তুমি দেখে নিও ।
আমি উধাও হতে আসি নি ।
শেষ নিশ্বাস কেঁপে ওঠা পর্যন্ত-
পাশের দেওয়ালে , দেখে নিও
তোমায় খুবলে খুবলে ছিঁড়ব....।


#২


আজ তোমার ভিতরে
সেই পুরনো আগুন , নতুন দুপুর বারান্দা
উঁচু নীচু মেঘ পারনি লুকাতে আড়ালে ।
হঠাৎ সহস্র চোখ
বিরল মুহূর্ত
প্রত্যয় চেহারা
আমার সামনে গাছপালা দাঁড়ায় ছায়াভাসে


কেউ যেনো ডেকে বলছে ,
ভেতরে-বাইরে বিষম যুদ্ধ
দূর্ভেদ্য দূর্গ ঘেরা প্রাচীরে বন্দি আমি..।