-আমরা কি ভদ্রলোক নয়
-না । আমিও না।আমি একজন শ্রমিক।
--চাষা কুলি ও না ।
-না।
-তাহলে ভদ্রলোক কারা?
-গ্রামের নন্দ গোপাল চড়া কারবারিতেছকিছু টাকা কামিয়েছে,
ভদ্রলোক তারা ।
-আর এম এল এর  ছেলে ধর্ষণ করেছে জেল হয় নি,
ভদ্রলোক তারা ।
-এদের কেউ সম্নান করে ।
-সম্নান মানে.........মাথায় তুলে রাখে।
-তোর ভদ্রলোক হওয়ার ইচ্ছে করে না।
-আমার,না না বাবা এই বেশ ভালো আছি।
তোর ইচ্ছে তো , তুই হ ।
-বাড়িতে অভাব ।
-জানি,তা বলে তুই............।।
-এমনি বললুম ।
-তাহলে এক কথা বলি শোন--
এক ভদ্রলোক আরশিতে মুখ দেখতে পাছছিলেন না,
ময়লা পড়েছে ভেবে পরিস্কার করতে লাগলো ,
সকাল গিয়ে সন্ধে হল, তবু পারল না ।
এবার আরশি হটাত বলে উঠলো
"ও ভদ্রলোক ময়লা তোমার মনে" ।