একুশ মোদের আদর্শ  তার ইতিহাসে
রাজপথে তার আন্দোলনের রক্তভাসে।
একুশ শেখায় প্রতিবাদী -মুক্ত হতে
একুশ শেখায় মাতৃ ভাষার প্রাণ ফেরাতে।


একুশ মোদের না নোয়ানো শিরের প্রতীক
একুশ মোদের বাচতে শেখার নিশান প্রতীক।
একুশ মোদের ভাবতে শেখায় রক্ষা পেতে
বিজাতীদের আক্রমনের কৌশল হতে।


একুশ দেখায় অস্তিত্ব রাখতে হলে
আন্দোলনে নামতে হবে প্রতিপলে।
একুশ বলে বাচাতে চাও মাতৃ ভাষা
ঝাঁপিয়ে পড়ো বাজি রেখে প্রানের আশা।


একুশ বলে বাংালিকে জাগতে হলে
লড়াই করো রফিক সালাম মন্ত্রবলে।