শোন রে জোয়ান, শোন রে বুড়ো, সটান এবং কুঁজো
চতুর্দশ এই পার্বন, তার নাম ভেলেন্তি পুজো
পুরোহিত এর নেই প্রয়োজন, যজ্ঞে দিতে ঘি
আগুন নিজ ধর্মে জ্বলে, পুরুষ হোক বা স্ত্রী

ধার করা এই পার্বন আজ, নিলো আপন করে
উচ্চবিত্তে’র পেরিয়ে উঠোন, সবার ঘরে ঘরে
ফুলের বাজার রমরমা আজ, গোলাপ হলো রাজা
কান বিদারী বাজনা ছেড়ে, মিষ্টি সুরে বাজা


নগরের সব বিশেষ স্থান আজ, ভীষণ জনাকীর্ণ
প্রেমের গুতোয় পকেটের হাল, হবেই বেজায় জীর্ণ
প্রেমের আমি, প্রেমের তুমি, প্রেমে ভুবন ভরা
একটা প্রেমে ল্যাং খেলে তাই, অন্য নায়ে চড়া


দেখনদারী প্রেমের মাঝে, যাসনে ওরে ভুলে
ছোট্ট বোনের দেওয়া রাখি, রাখলি কোথায় তুলে
কিংবা ভাইয়ের শখ মেটানো, এই মাসে কি হবে?
বুড়ো বাবা’র চশমা আনার, তারিখ যেন কবে?


এগ চিকেন রোল এর পরে, কাটলেট ফিশ ফ্রাই
আকণ্ঠ গেলার পরেও, আইস ক্রিম টা চাই
মা জননী ভাত টি বেড়ে, অপেক্ষা তে রত
ছেলের পরে খাবো আমি, এমনটা তার ব্রত


প্রেয়সী’র দেওয়া গোলাপ, এখন তরতাজা
রাত ফুরোলে মুষড়ে পরে, পেয়েছে যেন সাজা
চিরকালীন শুধু মাত্র, মায়ের অপার স্নেহ
ভেলেন্তি পুজো’র প্রসাদ, তাকেই তোমরা জেনো