আমার ছড়া, আমার গান
আমার বিশ্ব, আমার প্রাণ
আমিময় যে এই পৃথিবী
তোমার কি আর আছে স্থান?
 
আমার ভুবন, আমার আশা
দেখ রে আমার ভালবাসা
আমায়ে কেমন দেখতে লাগে
হই রুপবান, নই যে চাষা 


আমার ছবি, আমার পোস্ট
পারলে আমি ই করব হোস্ট
যারা যারা "লাইক" দেবে
তারাই হবে আমার দোস্ত 


বৃত্ত টা আজ সংকুচিত
আমার ভয় এ সবাই ভীত
কেমন করে এমন হলো?
আমি কি নই অমৃত? 


বৃত্ত থেকে বেরিয়ে এসে
দেখি চেয়ে আশে পাশে
অনেক বৃত্ত ছড়িয়ে আছে
ঘুরছে ফিরছে এই আকাশে 


সকল বৃত্ত মিশে গেলে
বিশাল বৃত্ত তৈরী হত
"আমি" থেকে "আমাদের" এ
রূপান্তর টা সম্ভবতঃ 


সকল ইগো ধূলিস্যাৎ
আহ্লাদেতে হলাম আট
সবাই মিলে দুখে সুখে
ঘুরি এ ঘাট থেকে ও ঘাট


সব ঘাট এরই দেখে পানি
মনে মনে ঠিক ই জানি
আমি থেকে আমরা হাওয়াই
সর্ব সুখ এর উৎস  খানি