শাস্ত্রে আছে, মনের গতি আলোর চেয়ে বেশি
মন কি শুধুই গতি নির্ভর, ঝাকরা স্বর্ণ কেশী?
মনের তবে স্থৈর্য্য কি নেই, স্বভাবে চঞ্চল?
স্থির মন কি শুধুই তবে, গল্প বলার ছল?


মন নিয়ে যে গবেষণা, চলছে শতক ধরে
পেল কি তল মনের, মানুষ, এত কষ্ট করে
স্বয়ং ভগবান কি জানেন, মনের পরিভাষা?
মনের তল কে পাওয়ার নেশা, শুধুই যে দুরাশা


এক সাধারণ মানুষ আমি, মনের মানে জানি
অবুঝ একটি  বস্তু সে যে, বয়স একটু খানি
আসল নকল বোঝে না সে, শুধুই বাসে ভালো
ভালোবাসা পেলে যে সে, জ্বালায় খুশি'র আলো