আরো একটি বছর পেরোয়, কালের নিয়ম মেনে
আরো একটি রাত পোহালো, জীবন মূল্য জেনে
সময় আবার ফিরে দেখা’র, কি রাখবো মনে
কোনটা ভুলে যাওয়াই শ্রেয়, ভাবুক প্রিয়জনে


গত বছর কেমন গেলো, প্রাপ্তি হলো কত
অগ্রগতির মাপ বুঝতে, হলাম চিন্তারত
হিসাব করা’র আলতো প্রয়াস, বন্ধু পেলাম কটা
কোন বন্ধু করলো আঘাত, ফিরিয়ে দিলাম কটা


এমন জটিল চিন্তা ছেড়ে, তাকাই বরং আগে
তিক্ত আবেশ মুছে ওজন চাপাই সুখের ভাগে
জীবনের এই তুলাদণ্ডে, দুঃখ হালকা থাক
সুখের পাল্লা, থাক না ভারী, দুঃখ তফাৎ যাক


জন্মদিনের শুভ লগ্নে, থাকুক সুখস্মৃতি
আগাম সুখের হাতছানি থাক, থাকুক অনুভূতি
ক্লেশের কোনো রেশ না থাকুক, এটাই আমার চাওয়া
ভালো থেকো, ভালো রেখো, হোক না সেটাই পাওয়া