প্যাচপ্যাচে কাদা, পথে হাটু জল, মানুষ ছুটছে ত্রাসে
বোশেখ জ্যৈষ্ঠ পিছে ফেলে রেখে, আষাঢ় শ্রাবন আসে
এত দিন ঘামে, তিন বেলা স্নানে, ডেকেছি তোমায় কত
এত জল ছিল, তোমার ভাঁড়ারে, ঢালছো যে অবিরত!


ছাতা রেইনকোট, পথে নামে বোট, গাড়ি যেন জলযান
ফুটপাথ ফাঁকা, জলে গেলো টাকা, আগে বাঁচুক প্রাণ
মুখরা ছন্দে, নিবিড় আনন্দে, শান্তি আনলো প্রাণে
অন্তরা আজ, ধরলো যে সাজ, বিদায়ের সুর টানে


জীবনের পথ, এমনই বিকট, আজ যেটা ঘৃণা করি
নতুন পেতে, মন প্রাণ দিয়ে, তাবিজ মাদুলি পড়ি
সেই নূতনের ভয়াবহ রূপ, যখন হয় প্রকাশ
ফেলে আসা সেই পুরোনো জীবন, পেতে মন করে আশ