বৃষ্টি ভেজা দিনে ,
পড়ছে তোকে মনে।
আমার একলা ঘরের কোণ
থাকছে না যে মন।
তুই একবার কান পেতে শোন।
জানি দিয়েছিস এই মনে ব্যাথা
ভুলিনি সেই দিনের কথা।
প্রত্যেক নিশিতে হয় যে দেখা
সেই সুখ নিয়ে লিখে ফেলেছি
তোর নামে হাজার কবিতা।
জানি ব্যথা রয়ে যাবে এই মনে
তবুও তোকে ছাড়তে পারবো না
এই জীবনে ।
অপেক্ষায় আছি আসবি ফিরে
সেই দিন না হয়
তোকে নিয়ে বানাবো ছোট্টো কুঁড়ে।