ভেসে যাই, কোন সুদূর,
মনে বাজে, যে নুপুর।
দোলা দেয়, চেনা সেই সুর ,
প্রাণে আজ, বসন্ত মধুর।।।


শুধু নীরবে,
বেঁচে কি হবে!
প্রাণে জাগাবে,
বসন্তে মন ভরপুর।


জীবনেরই আঙিনায়,
প্রাণেরই বাগিচায়,
মন আজ উড়তে চায়,
দূরে আরো বহুদূর।


কতো হাসিতে,
কতো আঘাতে,
মিঠে রোদ্দুরে,
আজো লাগে সে মধুর।


ভেসে যাই, কোন সুদূর,
মনে বাজে, যে নুপুর।
দোলা দেয়, চেনা সেই সুর ,
প্রাণে আজ, বসন্ত মধুর।।।