জমে থাকা মেঘ,
চোখের ভেতর।
গোপনে নামে,
তুলোর ওপর।


ভুলে চলা ছবি,
ধূলোয় ঢাকা।
কত গল্পেরা,
মাথায় রাখা।


চেনা অলিগলি,
চেনা ইতিহাস।
ভুলেছে অনুভূতি,
রেখেছে পরিহাস।


ধরণীর পাতায়,
জীবনেরই কনা।
পড়বে যে ঝোরে,
সে সময় অজানা।