একটি শীতের বিকালে আমি একা
সামনে মাঠকে মাঠ হলুদ সরষে ক্ষেত
দূর্বা ঘাসের উপরে বসে ভাবছি
হাতে একটি কলম একটি খাতা ।


দূর যতদূর চোখ যায় শুধু
বাঁশের মাথা দেখতে পাই
সেখানে কোন পাখি বসে নেই,
সেখানে লাল সূর্য দেখতে পাই ।


আমি অবাক হয়ে দেখছি আর আরাম পাচ্ছি,
শীতের বিকালের উষ্ণতা নিয়ে যাচ্ছি ।


একটি চঞ্চল বাছুর তিড়িং বিড়িং নেচে যায়
সরষে আর কলাইয়ের ক্ষেতে ঢুকে তাড়া খায় ।
অতিদূর বহুদূর ধোয়া দেখা যায়
কারা যেন "রাহাল" পুড়িয়ে খায় ।


মাফুর কুকুরটা আজও পিছ ছাড়েনি,
কিছুক্ষণ আগে রানু খোঁজ নিয়ে গেছে
তার হাঁসগুলো ফিরে গেছে কিনা,
যাওয়ার আগে সে বারবার চোখ চেয়েছে
আমার খাতা আর আমার আঙ্গুলের ডগায়,
হয়তো তার বালিকামনে কারও প্রেমপত্রের কথা
মনে পড়েছে আর চঞ্চল করে তুলেছে ।


আমি অবাক হয়ে ভাবছি আর আরাম পাচ্ছি
শীতের বিকালের উষ্ণতা নিয়ে যাচ্ছি ।