তুমি না এসে দেখ
আসবে না ফাগুন
শিমূলের ডালে লাগবে না
রূপের আগুন ;
গোধূলি হৃদয়ে লাগবে না
রঙধনু আবির
শিউলি তলে কভু ঝরবে না
সুখের শিশির !


তুমি না এসে দেখ -
থেমে যাবে সাগরের ঢেউ
নিশীথ রাতে চাঁদের ভেলায়
নামবে না জোছনার ঢেউ   !


নদীর বুকে ভাসবে না
সোনালী এই মন ,
কলকল ধ্বনিতে জাগবে না
হৃদয় আমার ।


তুমি আছো বলেই -
আঁধারের কপোলে
পদ্মের তিল
প্রভাতের ললাটে ফুটে
নীলকন্ঠি ফুল
ঘাসের 'পরে নাচে
সুখ ভেজা দোল।


তুমি আছো বলে
হৃদয়বীণায় ওঠে কতো সুর  
স্বপনেরা ঘোরে মোর দ্বারে ;
কল্পলোকে মন কেবল উড়ে
তুমি আছো বলে - সবই মোর আছে !