ধর্মের নামে মিথ্যা প্রচার
ভয় দেখিয়ে চলছে আচার।
ওই যুক্তিতর্কে হেরে গেলে
হিংসা বিদ্বেষে পথ চলে।


দাভোলকার, কালবুর্গি, গৌরী লঙ্কেশ
মৃত্যু দিয়েই কি খেলা শেষ?
ওই যুক্তিবাদের বিকল্প নাই
স্বাধীন চিন্তা তাইতো চাই।


গুরু, অবতার আর দৈবাদেশ
জগতে থাকছে তাহার রেশ।
মিথ্যাকে তাই সত্য বলি
আঁধার ঘেরা তাইতো কলি।


ধর্ম প্রচারক প্রতারিত করে
ইন্দ্রিয়ের বৌদ্ধিক সামর্থ্য ধরে।
মনন দিয়ে,  বিচার দিয়ে,
সত্য খোঁজে তাহাই নিয়ে।


রামমোহনের তুহফাৎউলের যুক্তিবাদী কথা
ধর্মীয় মৌলবাদের লাগতে পারে ব্যথা।
সত্যকে তাই সত্য বলা যতই কষ্ট হোক
কষ্টের শেষে প্রশান্ত শান্তি করবে সবাই ভোগ।


মিথ্যা নিয়ে থাকলে পরে
আগুন জলে সবার ঘরে;
প্রমাণ দেখো ছড়িয়ে আছে
ওই চারিদিকে বিশ্বজুড়ে।


এই অন্ধবিশ্বাসে অন্ধ যারা
মুক্তি পাবে কেমনে তারা?
ধর্মমত যুক্তিহীন অবরোহী
গল্প গাথায় আমরা দেখি।


জীবন চলে সম্মুখ পানে
ধর্ম শুধুই পশ্চাতে  টানে।
বিজ্ঞানের যুক্তিবাদী চিন্তাধারা
দেখো ভেঙে দিচ্ছে, বন্ধকারা।


ঘটছে তাতে আলোর বিকাশ
আর ধর্মান্ধতায় তাহার নিকাশ।
ওই আলোর শক্তির খর্ব রুখতে
ডাক দিয়ে যাই মানুষকে জাগতে।


২রা ভাদ্র, ১৪২৯,
ইং ১৯/০৮/২০২২,
শুক্রবার বেলা ৩:৪১। ১৭৭৬, ২২/০৮/৩০২২।