কেউ চায় ডুবে থাকুক যুবসমাজ
নেশার ঘোরে;
আবার কেউ চাই থাকুক ডুবে
অশিক্ষার অন্ধকারে।


হায়রে দেশ! হায়রে স্বরাজ!
জনতার জন্য একোন রাজ?


বেকার আজ দেশের যুবসমাজ
দেখি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস;
ওরা আগুন নিয়ে করছে খেলা
অবুঝ সবাই পাগল এরা।


ওই যুবরাই দেশের সম্পদ
ভুলে গেছে শাসক-শোষক;
ব্যক্তি স্বার্থে আছে  তাঁরা
ভাবছে সবই করবে ভোগ।


ওরে  বৃদ্ধ প্রাচীন পন্থি
দে ছেড়ে দে শাসনভার;
এই যুবসমাজ করবে রাজ
ওই মানবত বিবেক যার।


সাম্যের বার্তা ছড়িয়ে দিয়ে
দেশের সম্পদ এক করে;
আর কর্মহীনে কর্ম দিয়েঠ
সোনার দেশ তুলবে গড়ে।


তোমরা যারা যৌবনের ধারা
সবাই এবার ওঠো জেগে;
গড়তে হবে সাম্যের দেশ
সকল প্রাণের শক্তি মেগে।


৫ ই আষাঢ়, ২৪২৯,
ইং ২০/০৬/২০২২,
সোমবার সকাল ৯:০৮। ১৭৪৯, ২৪/০৭/২০২২।