(৫৯/৩)

জিততে হবে এ লড়াই
       -চিত্ত রঞ্জন সরকার,


যে দিকে তাকাই শুধুই দেখি,
           গল্প, কবিতার বন্যা;
লেখক, কবি, তাদের চেতনা,
            ধরণী করেছে ধন্যা।


কারো নেশা, কারোর পেশা,
            ভাবনা চেতন চিত্তে;
কেউ স্বপ্নময় জগৎ গড়ে,
       মানুষের হৃদয় জিততে।


জ্ঞান গম্ভীর ভাবনা চিন্তা,
              জেগে দিবা রাত্রি;
আঁধার ঘেরা ধরার বুকে,
            আমরা সবাই যাত্রী।


কেউ ভাবে হতে পারি,
      বিবেকানন্দ কিংবা বুদ্ধ;
অন্ধকারে আলো জ্বেলে,
             চিত্ত করবো শুদ্ধ।


পাষান কারার হৃদয় ভেদি,
          আনব হেথায় দীপ্তি;
কঠিন লড়াই লড়তে হবে,
          ভাঙ্গবো সবার সুপ্তি।


জিততে হবে এ লড়াই,
         নয় তো এটা গল্প;
সবার শক্তি জড়ো হলে,
        নয় তো সেটা অল্প।


২৬শে বৈশাখ, ১৪২৪,
ইং ১০/০৫/২০১৭,
বুধবার, সকাল ৮.১৫।