একবার দিলে দিল,
       ফেরৎ না আসে;
দাতার দায় নহে,
       দায় গ্রহীতার রহে।


দূর থেকে দেখ শুধু,
         সেই হৃদয়ের খেলা;
জীবন সায়রে কেমন?
       ভাসাতে প্রেমের ভেলা।


পাওয়ার আনন্দ আছে,
         না পাওয়ার মাঝে;
ভালবাসার ক্রন্দন ধ্বনি,
        মনে শতরূপে বাজে।


মনের আকাশে যে তারাটি,
        আলো জ্বেলে রাখে;
ভালবাসার পরশ  তাঁরে  ,
              পরাণ ছুঁইয়ে থাকে।


১২ই শ্রাবণ, ১৪২৪,
ইং ২৯/০৭/২০১৭,