নীল নদের জলে ভেসে
মরুভূমি শস্য শ্যামল;
মাতৃভাষার আবেগে ভেসে
বাঙালিরা হবে অমল।


বাংলার কবি বাংলার ছবি
রবির কিরণে ঝলমল;
বিশ্বকে দেখাবে পথের দিশা
প্রাণের জোয়ারে উচ্ছল।


কবিদের কবিতা নতুন সবিতা
আঁধার করিবে দূর;
মিলন মেলায় ভাসায়ে ভেলায়
উঠুক ঐক্যের সুর।


সত্যের সত্য হয় না ব্রাত্য
যুদ্ধ কঠিন পথে;
হবেই জয় রুখে দিয়ে ক্ষয়
সেই ঐক্যের ঐক্যমতে।


রেখে দিয়ে যাব এই ধরণীতে
ওই কর্মযজ্ঞ মোদের;
সেই পথ ধরে ভবিষ্যৎ ওরে
করিবে কর্ম শোধের।


শাশ্বত হোক প্রাণের গতি
উঠুক তুর্য ধ্বনি;
পশ্চাতে নয় সম্মুখ পানে
এগোতেই হবে জানি।


১৪ ই মাঘ, ১৪২৯,
ইং ২৯/০১/২০২৩,
রবিবার সকাল ১১:১৫। ১৯০৫, ০১/০২/২০২৩।