বাংলার কবি, বাঙালির কবি,
সবাই কবি মাতৃভাষার;
বিশ্বের বাঙালি এক হও আজ
এটাই বাঙালির আশার।


মধুর ভাষা বাংলা ভাষা
জেনেছে বিশ্বা আজ;
কবিদের দায়িত্ব শতগুণ হলো
এইতো বাঙালির রাজ।


ভাষায় বিপ্লব স্বাধীনতায় বিপ্লব
বিপ্লব মনুষ্যত্ববোধে;
সম্মুখের বাঁধা জয় করে আজ
দাঁড়ায়ে অন্যায় রোধে।


এসো বাঙালি উষ্ণ আলিঙ্গন
বুকেতে জড়ায়ে ধরে;
ওই সাম্যের বার্তা পৌছে দেবো
মানুষের ঘরে ঘরে ।


২৫শে শ্রাবণ, ১৪৩০,
ইং ১১/০৮/২০২৩,
শুক্রবার বেলা ১১:৪২। ২০৯৭, ১৯/০৭, ১২/০৮/২০২৩।


শুভ হোক আগরতলার কবি