অতীত-বর্তমান-ভবিষ্যৎ
তিন ধারায় চলছে সব।
আমরা আছি বর্তমান নিয়ে
সুখ খুঁজবো কি দিয়ে?


সংঘাতে মেলে না কিছুই
শুধুই চলা পিছু পিছুই।
ধারার প্রথম অতীত সেটা
শিখতে হবে এবার এটা।


ক্ষণিক থাকে এই বর্তমান
কালের গতির এটাই টান।
অতীত বর্তমান ঘেঁটে ঘেঁটে
ওই ভবিষ্যৎটা চলছে হেঁটে।


ওই তিন ধারার মিলন হলে
তবেই পথের প্রদীপ ভালো জ্বলে।
আর স্বচ্ছ হয় দৃষ্টিকোণ
কর্মে- ভাবনা-চিন্তার হয় মিলন ।


সৃষ্টি সুধায় মিলবে হাসি
বিপদ আপদ সকল নাশি।
ফসল ফলবে রাশি রাশি
আর থাকবে সুখে জগৎবাসী।


সমৃদ্ধ হোক মানুষের চেতনা
যাক মুছে যাক সব বেদনা।
ওই মানব হিতে, মানব প্রীতে
উঠুক জেগে সেই সাধনা।


২৬ শে  জ্যৈষ্ঠ, ২৪২৯,
ইং ১০/০৬/২০২২,
শুক্রবার বেলা ১১:৩৩। ১৭২৮, ০৩/০৭/২০২২।