তত্ত্বের তথ্য
     -চিত্ত রঞ্জন সরকার,


তত্ত্বের তথ্য জানি নাকো,
         বিধান কোথায় পাবো?
অজ্ঞানতা ধরছে চেপে,
          সুযোগ কেমনে লবো?


নির্বোধ কিছু মানুষেরা,
      আপন বোধের চুড়ায় চড়ে;
প্রকৃতিকে দখল করে,
          নিজের মুঠোয় ভরে।


বুঝতে নারে কি ধরিলাম?
           এই অন্ধকার ঘরে;
আলোর উৎস কোথায় পাবে?
            বন্ধ হৃদয় পরে।


না জানিয়া পথের তথ্য,
           ভুল পথেতে চলে;
না বুঝিয়া আসল তত্ত্ব,
           পরে যাতাকলে।


তত্ত্ব তথ্যের গোলক ধাঁধায়,
       ওরা বিবেক বুদ্ধিহারা;
না পারে করতে মঙ্গল,
    তাই আজ যুপকাষ্ঠে মোরা।