তাল  বেতাল
      চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক) ১৭৮৯


তালে তাল, তাল, তাল,
মাস ভাদ্র বলে;
কলাপাতায় শনিবারে পুড়লে পিঠা
শনি যায় চলে।


নানা তালে তাল শুনি
তালি দেই হাতে;
সানাই এর সুর শুনে
ঘোড়া ছুটে চলে।


ঘোড়া ছোটে, বর ছোটে,
দেখি তালে তালে;
গাছ থেকে তাল পড়ে
শুনি পুকুরের জলে।


তাল খির খেতে ভালো
চিরা মুড়ি দিয়ে?
ভাত দিয়েও ভালো লাগে
তাল জিভে নিয়ে।


কলা পাতায় তাল পিঠা
পুড়ে কালো হয়;
তেলে ভাজা বড়ি পিঠা
স্বাদে লেগে রয়।


তাল যদি বেতাল হয়
তিতা হয়ে যায়;
নিরানন্দের জীবন টাকে
বওয়া বড় দায়।


১৭ ই ভাদ্র, ১৪২৯,
ইং ০৩/০৯/২০২২,
শনিবার সকাল ১০:৩৪। ১৭৮৯, ০৪/০৯/২০২২।