পাঁচটা আঙ্গুল সমান নয়
মুষ্টিবদ্ধ করলে পরেই
সকল আঙুল সমান হয়।


তবে কেন ছোট বড়
হিংসা দ্বেষে মেতে রই
জন্মের পরে মৃত্যু আসবে
কোথায় মিলবে তোমার থৈ?


জেনে শুনে ক্ষণিক সুখে
নিজের পায়ে কুড়াল মারি;
ওই যন্ত্রণাতে ছটফটিয়ে
অনেক পরে বুঝতে পারি।


সময় তখন থাকে না আর
নিজের বুকে আঘাত করি;
ভুলের মাশুল যায় না দেওয়া
শুধুই কেবল স্মৃতি ধরি।


থাকতে সময় না হলে কাজ
চলতে থাকবে দুখের রাজ;
দেখো বন্ধু, বোঝো বন্ধু
নেও পরে নেও নতুন সাজ।


২রা অগ্রহায়ণ,১৪৩০,
ইং ১৯/১১/২০২৩,
রবিবার  দুপুরে ১২:১৫। ২১৯৪,য১৯/২৪৯, ২১/১১/২০২৩।