পাপির পাপ বোধে স্বর্গের প্রয়োজন
পুন্যের লাগেনা মঙ্গলের কোন আয়োজন।
ভয়ংকর ভাঙ্গন কাল চাপা অসন্তোষ
ভালোবাসবো কাকে? কোথায় সেই যশ?


যার খিদে নেই, আছে তাঁর অঢেল খাবার,
যার খিদে আছে আজ নাই খাবার তাঁর।
না পাওয়া, পাওয়ার মাঝে পার্থক্য কত,
পাওয়ার দাবিতে দেখো হচ্ছে কত হত।


ভাবে কেউ লেগে থাক বিভেদের সুর
একান্তে কেউ চায় বিভেদ হয়ে যাক দূর।
ভালো-মন্দ, সত্য-মিথ্যার কেন বিচার করি
ঐ প্রেম প্রীতি ভালোবাসা আপেক্ষিকবাদে ধরি।


কষ্ট পাই আমরা সবাই ভাইয়ে ভাইয়ে বিভেদ
এক ভাই কালী মাখায় অন্য ভাইয়ের সফেদ।
ভাবি হিংস্রতার এ কোন নমুনার ধাপ
পশুরাও কষ্ট পাবে দেখে মানুষের পাপ।


স্বর্গ নরক, পাপ পুণ্য, মজার শব্দ কথা
মানুষের মানবতা নিয়ে ভাবতে লাগে ব্যথা।
সমাজ সেবার নাম করে নিজের সেবা করি
বন্ধুকে শত্রু করে শত্রু রূপী বন্ধুকে মারি।


‌৮ই পৌষ, ১৪২৯,
ইং ২৪-১২-২০২২,
শনিবার বিকেল ৩:৫০।১৮৬৯, ২৭-১২-২০২২।