স্বপ্ন সে যে মনের ইচ্ছা
ঐ অন্তর থেকে আসে;
ঐ ভবিষ্যতের পথপ্রদর্শক
অবচেতন মনে ভাসে।


স্বপ্ন ছাড়া হয় না কিছু
বাস্তব ছোটে তাহার পিছু।
ওই জ্ঞান-বিজ্ঞান স্বপ্নময়
প্রাণের কাছে এসে দাঁড়ায়।


সত্য মিথ্যার নাই ঠাঁই
স্বপ্ন আমরা সবাই চাই।
স্বপ্ন প্রাণে আছে বলে
এই জগতটা সুন্দর চলে।


স্বপ্ন আনে চেতনা বোধ
কে করবে সৃষ্টির রোধ?
স্বপ্ন চলে সম্মুখ পানে
সৃষ্টির ধারা প্রকৃতির তানে।


জীবনটা যে গানের সুর
চেতনায় তাহা ভরপুর।
স্বপ্ন ছাড়া হয়না কিছু
বাস্তব চলে পিছু পিছু।


স্বপ্ন ভাবনা, চেতনা বাস্তব,
জন্মের পরে মৃত্যু যেমন;
জীবন নিয়ে খেলে মনন
স্বপ্ন, চেতনা, ঠিক তেমন।


৫ই  কার্তিক,২৪৩০,
ইং ২৩/১০/২০২৩,
সোমবার বেলা ১২:২৩। ২১৬৭, ১৯/১৯৫, ২৪/১০/২০২৩।