ঘোলা জলে মিললে স্বচ্ছ
      ঘোলা হয়ে যায়;
স্বচ্ছ জলকে ভাবতে হবে
   শুধুই নিজের চেতনায়।


স্বচ্ছ যদি থাকতেই হয়
     ঘোলার কাছে কেন?
ঘোলা যদি পরান টানে
    তবে স্বচ্ছ বলা কেন?


ঘোলার কাছে ঘোলা যাবে
       স্বচ্ছর কাছে স্বচ্ছ;
ওই অসম মিলন মেলায়
      খোলা নাচায় পুচ্ছ।


ঘোলার দলে স্বচ্ছ টেনে
     স্বচ্ছ সাজার চেষ্টা;
ব্যক্তি ইচ্ছা পূরণ করতে
     জ্বালিয়ে দেয় দেশটা।


স্বচ্ছ ভাবে ঘোলা জলে
     ধরবে কিছু  মাছ;
ঘোলা মিললে স্বচ্ছ ঘোলা
   এটাই ঘোলার কাজ।


১৭ ই  শ্রাবণ, ১৪২৯,
ইং ০৩/০৮/২০২২,
বুধবার বিকেল ২:৪২। য১৭৬০, ০৪/০৮/২০২২।