মনোদরিয়ায় যে হাওয়া দেয়,
               সময়ের ব্যবধানে;
তরুন, তরুণী নাও বেয়ে যায়,
              সেই হাওয়ার টানে।


ঝড় হাওয়ায় পাল ছিঁড়ে যায়,
          হাল ধরে নাতো কেউ;
অসময়ে তাই নাও ডুবে যায়,
          থেমে যায় প্রেমের ঢেউ।


নতুন ছোঁয়ায়, নতুন পাওয়ায়,
                 নতুনের অবসানে;
দিশেহারা তাই পথ খোঁজে নাই,
            যাবে তারা কোনখানে?


মনের গুপ্ত কাননে জ্বলেছে প্রদীপ,
             সুপ্ত প্রাণে,উঠেছে ঢেউ;
অজানা বাসরে যে বাঁশরী বাজে,
              তা তো শোনেনা কেউ।