শূন্য থেকে সৃষ্টি বৃহৎ
আবার বৃহৎ মিলায় শূন্যে;
জন্ম মৃত্যুর এমন খেলা
হয় বলো কোন পুণ্যে?


সৃষ্টির আদি খুঁজতে গিয়ে
টেলিস্কোপ ওয়েব পেল দিশা;
হয়তো পাবো প্রশ্নের উত্তর
যাবে কেটে আঁধার নিশা।


অপেক্ষাতে আজ আমরা সবাই
ওই সেই লক্ষ-কোটি বছর;
এবার চিৎচেতনায় উঠছে ঝড়
বিজ্ঞান উত্তর পেতে নাছোড়।


শূন্যে সৃষ্টি পূণ্যে বৃষ্টি
থাকুক দৃষ্টি সেই পথে;
কভু হবে না পদস্খলন
কোন ব্যক্তি স্বার্থের মতে ।


১লা ভাদ্র, ১৪২৯,
ইং ১৮/০৮/২০২২,
বৃহস্পতিবার দুপুর ১২:৫০। ১৭৭৩, ১৯/০৮/২০২২।