সময় নাই, সময় নাই,
জীবনের হাতে;
দিনের শেষে রাত্রি আসে
দুঃখের সাথে।


দিনের আলো হয়তো ভালো
আনন্দ দেয়;
তারে দীর্ঘক্ষণ ধরে রাখা
সম্ভব নয়।


সুখ-দুঃখ জীবন যুদ্ধ
সেই বৃত্ত
জন্ম মৃত্যু পরম সত্য
করে নৃত্য।


সুখের কথা ভাবা হেথা
বড় সহজ;
দুঃখ এলে ভেঙে পড়ে
সুখের ভোজ।


২৩শে ফাল্গুন,১৪২৯,
ইং ৮/০৩/২০২৩,
বুধবার বেলা ১০:৪৩। ১৯৪২, ১০/০৩/২০২৩।