একূল ভাঙ্গে ওকূল গড়ে
এইতো নদীর খেলা;
জীবন তরী বেয়ে চলি
সকাল থেকে সন্ধ্যা বেলা।


শুধু কি দোষ কীর্তিনাশার
সৃষ্টির পরে ধ্বংস;
অতীত যায় ঐ স্মৃতির গর্ব
রক্ষা করে বংশ।


আজিকার প্রভাত অস্তে মিলাবে
আঁধার নামিবে ধীরে;
নবীন সূর্য নবীন রূপে
আবার আসিবে ফিরে।


ধ্বংস, সৃষ্টির এই খেলা
সতত জীবনে চলে;
জন্মের সাথে মৃত্যুর মেলা
তাকেই জীবন বলে।


স্বার্থ বিরোধী হলেই বিরূপ-
মনের পরিচয় পাই;
ঐ প্রকৃতি বিরোধী কার্যকরণ
কেন দিতে হবে ঠাঁই?


যতটুকু দেবে ততটুকু পাবে
অংকের হিসাব তাই;
বেশি ও নয় কম ও নয়
নিয়ম অংকের এটাই।


মৃত্যুতে ঘর ফাঁকা হয় বটে
জন্মে শূন্য পূরণ;
দুঃখের পরে তাইতো সুখ
কান্না হাসির ধরণ


২৪  শে ভাদ্র, ১৪২৯,
ইং ১০/০৯/২০২২,
শনিবার বিকেল ০৪:৪০। ১৭৯২, ১২/০৯/২০২২।