নীরব যারা ভাবনায় তাঁরা
নতুন সৃষ্টি করে;
অচেতনকে চেতনায় আনে
যুক্তি তর্কে ধরে।


ধ্বংসের ক্রিয়ায় শব্দ বেশি
সৃষ্টিতে তা নাই;
থাকে মৌন তাঁরা আত্মহারা
ধ্বংসতে নাই ঠাঁই।


জ্ঞানের গতি নীরব অতি
পথের দিশা পাই;
অজ্ঞানীদের কোলাহলে
বলতো কোথায় যাই?


সৃষ্টি, ধ্বংসের, যুগলবন্দী
জগৎময় চলে;
ওই সৃষ্টি হলে ধ্বংস হবে
প্রকৃতি তাই বলে।


৩রা শ্রাবণ,১৪৩০,
ইং ২০/০৭/২০২৩,
বৃহস্পতিবার সকাল ৯:৫৩। ২০৭৬, ১৮/২২০, ২২/০৭/২০২৩।