সৃষ্টি তুমি স্রষ্টার কাছে
সেই প্রেমিকার মতন;
প্রেম ভালবাসা তোমায় দিয়ে
করছে কত যতন।


অন্তর দিয়ে পারনি ডাকতে
ওই তোমার স্রষ্টাকে;
জীবন দিল পথ দেখালো
ভুলেই গেলে তাকে?


সৃষ্টি ও স্রষ্টার প্রেমের মিলন
কত কাঙ্খিত মত;
বাস্তবে রূপ পেতে হলে
চাই সত্য-সুন্দর পথ।


মিথ্যায় সৃষ্টি হলে পরে
দৃষ্টি থাকে কম;
কঠিন পথে চলতে গিয়ে
হারিয়ে ফেলে দম।


এই জগতে সেটাই দেখি
সমাজ বিজ্ঞান বলে;
কোনভাবেই টেকে না তাহা
গলদ থাকে মুলে।


মুলের মূল্য অনেক বেশি
যায়না ফেলা তাহা;
আদরের সৃষ্টি ধ্বংস হলে
বলে স্রষ্টা আহা!


৭ ই মাঘ, ১৪২৯,
ইং  ২২/০১/২০২৩,
রবিবার বেলা১:৫২। ১৮৯৬, ২৩/০১/২০২৩।