কখন সৃষ্টি আসবে নেমে,
কেউ জানেনা কোন পরানে,
        অদৃশ্য সেই ভাবনার টানে;
বয়স সীমা নয় যে বাঁধা,
হৃদয় টানে শুধুই সাধা,
        চেতন চিত্তের আবেগ বাণে।


মনের আনন্দে বিলায় দাতা,
গ্রহীতা পায় প্রাণের আরাম,
       আত্মার শান্তি ভাগ করে নেয়,
           সৃষ্টি সূধায় ভাসে যারা।


বয়স সীমা কিসের বাঁধা?
প্রেম সাগরে ভাসছে রাধা,
           নতুন ভাবনার সৃষ্টিরসে;
পথের আলো কে আনিলো?
আঁধার রাতি কে ঘোচালো?
       থাকবে না কেউ জানতে বসে।


চলার পথ চলেই যাবে,
            সুদুর পানে আপন মনে;
কেউ রবেনা আর দাড়ায়ে,
          চাইবেনা আর পিছন পানে।


মৌলিক ভাবনার ঐ সৃষ্টি রসে,
              সিক্ত হউক জগৎবাসী;
অমানিশার অন্ধকারে উঠুক জেগে,
             সবার চিত্তের রবি, শশী।


৫ই শ্রাবন,১৪২৪,
ইং ২২/০৭/২০১৭,
শনিবার, রাত ১২.৩০।